BRAKING NEWS

করোনা-র পরীক্ষা বাড়াতে আরও ৫০ হাজার কিট আনছে মণিপুর সরকার

ইমফল, ৭ অক্টোবর (হি.স.) : করোনা মোকাবিলায় মণিপুর সরকার আরও ৫০ হাজার কিট কিনে আনছে। ২ / ৩ দিনের মধ্যেই ওই কিট এসে পৌঁছবে বলে স্বাস্থ্য দফতরের জনৈক পদস্থ আধিকারিক জানিয়েছেন। বর্তমানে মণিপুরে ১২,২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯,৪৮২ জন সুস্থ হয়েছেন। ফলে, রাজ্যে ২,৬৮০ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন। 

প্রসঙ্গত, সারা দেশের সাথে মণিপুরেও করোনা সংক্রমণ চারিদিকে ছাড়িয়ে পড়েছে। তাই নমুনা পরীক্ষা অধিকমাত্রায় জরুরি হয়েছে। তবে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ার জন্যও মণিপুর সরকার সবরকম চেষ্টা করছে। এই পরিস্থিতিতে মণিপুরবাসীর সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। 

বর্তমানে মণিপুরে করোনা সংক্রমণের হার ৪.৭৬ শতাংশ। জাতীয় গড় ৭.৭ শতাংশ থেকে অনেক কম। এদিকে, গত ২৪ ঘণ্টায় মণিপুরে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮। ওই তিনজনই মহিলা ছিলেন। তাঁদের মধ্যে ২ জনের বয়স ৮০ এবং একজনের বয়স ৬২। তাঁরা চূড়াচাঁদপুর, ইমফল পশ্চিম এবং ইমফল পুর্বের নাগরিক ছিলেন। মণিপুরে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জনের দেহে নতুন করে সংক্ৰমণ মিলেছে। তেমনি, ১৪৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে মণিপুরে সুস্থতার হার ৭৭.৪৬ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *