নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি. স.): বিশ্বকে আপন করার আগে ভারতকে আপন করে নিতে হবে। বুধবার এই কথাই জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডা: মোহন ভাগবত। জীবনযাপনে ভারতীয়ত্ববোধ প্রতিবিম্বিত হওয়া দরকার।বিশ্বগুরু হয়ে ওঠার অর্থ এই নয় যে সে শক্তি প্রদর্শন করবে।বিশ্বগুরু হওয়ার পেছনে মানুষের হৃদয় জিতে নেওয়াটাই ভারতের মূল লক্ষ্য।সেই লক্ষ্যে প্রত্যেক ভারতীয়কে আত্মিক অধ্যাবসায়ের মাধ্যমে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন তিনি।বুধবার প্রখ্যাত সাংবাদিক এবং চিন্তাবিদ মামাজি মানিকচন্দ বাজপেয়ীর শতবর্ষ জন্মজয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত জানিয়েছেন, নাগরিক জীবনের জন্য অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে সমর্পিত করে গিয়েছিলেন মামাজি।
এদিনের অনুষ্ঠান আয়োজন করেছিল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় কলাকেন্দ্র। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত আরও জানিয়েছেন, যশ এবং জীবনের সার্থকতা দুটি পৃথক ধারণা।জীবনকে সার্থক করে তুলতে হবে। মামাজি নিজের জীবনকে সার্থক করে তুলেছিলেন।তার জন্যই সংঘ এখনো চলছে। রাজমাতা এবং নরসিংহ রাও যোশী তার বিরুদ্ধে নির্বাচন লড়লেও অবশেষে মামা জির পক্ষে এসে গিয়েছিলেন। সাংবাদিক হিসেবেও মামাজি উচ্চ আদর্শ স্থাপন করে গিয়েছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করা প্রকাশ জাভরেকর জানিয়েছেন, জাতীয়তাবাদী সাংবাদিকতার ব্র্যান্ড ছিলেন মামাজি।তিনি একটি পরম্পরা রেখে গিয়েছেন তার সম্মান করা আমাদের প্রত্যেকের উচিত।

