হাথরাস কাণ্ডে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের উত্তরপ্রদেশ সরকারের

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.) : শুনানির আগেই হাথরাস গণধর্ষণকাণ্ড নিয়ে সুপ্রিমকোর্টে হলফনামা পেশ করল উত্তরপ্রদেশ সরকার। আদালতকে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে যে এই মামলার সত্য উদঘাটনের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে তদন্তভার নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ জারি করার আগেই এই হলফনামা পেশ করল রাজ্য সরকার। নিজেদের হলফনামায় উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করার দাবিও জানিয়েছে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য কিছু লোক তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে।রাতে দাহ করা প্রসঙ্গে রাজ্য সরকার জানিয়েছে যে প্রশাসনের কাছে গোপন সূত্র থেকে খবর ছিল যে নিগৃহীতার মৃতদেহটা যদি রাতের দাহ না করা হয় তবে সকাল হতে হতে গ্রামজুড়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে।তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাতের মধ্যেই মৃতদেহটি দাহ করে দেওয়া হয়।

উল্লেখ করা যেতে পারে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে সমাজকর্মী শ্যতমা দুবে, বিকাশ ঠাকুর, রুদ্রপ্রতাপ যাদব এবং সৌরভ যাদব।পিটিশনের জানানো হয়েছে এখনও পর্যন্ত এই ধর্ষণকাণ্ডে যে তদন্ত হয়েছে তা নিরপেক্ষ নয়। পিটিশনকারীদের তরফ থেকে আইনজীবী আদালতকে জানিয়েছে যে পরিবারের সম্মতি ছাড়াই মৃতদেহ দাহ করা হয়েছিল। ঘটনাস্থলে প্রথমে সংবাদকর্মীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। এই মামলার তদন্ত উত্তর প্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তর করার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *