দলের নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি সভাপতি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনের আগে দলের নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।নতুন কার্যকর্তাদের সঙ্গে বিজেপির সভাপতির এটাই ছিল প্রথম বৈঠক।বৈঠকে দলের ভবিষ্যতের রণকৌশল এবং একাধিক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন রাজধানী দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।দলীয় সূত্রে জানা গিয়েছে বিজেপির পরম্পরা অনুযায়ী নতুন কার্যকর্তারা দায়িত্ব পাওয়ার পর প্রধান কার্যালয়ে এসে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করে থাকেন। সেই ধারা অব্যাহত রেখে এদিনও বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের একাধিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরার আহ্বান নতুন কার্যকর্তাদের কাছে করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলীয় সূত্রে জানা গিয়েছে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। উল্লেখ করা যেতে পারে গত ২৬ সেপ্টেম্বর জগত প্রকাশ নাড্ডা ১২ জন সর্বভারতীয় সহসভাপতির নাম ঘোষণা করেছেন।এছাড়াও সেদিন তিনি ৮ জন সাধারণ সম্পাদক, ১৩ জন জাতীয় সম্পাদক, ২৩ জন মুখপাত্র, একজন সংগঠন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন।এদিন তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *