BRAKING NEWS

ওমর খালিদকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ আদালতের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট তিহার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে দিল্লি হিংসা মামলায় গ্রেফতার হওয়া জেএনইউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ওমর খালিদকে বিচারবিভাগীয় হেফাজতে থাকার সময় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করুক।ডিউটি ম্যাজিস্ট্রেট দেব সারোহা ওমর খালিদকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।ওমর খালিদের পুলিশি হেফাজতে থাকার মেয়াদ ফুরিয়ে গিয়েছে।এরপরে ক্রাইম ব্রাঞ্চ ওমর খালিদকে তিহার জেলের মধ্যেই ডিউটি ম্যাজিস্ট্রেট দেব সারোহার সামনে পেশ করেন।


সেই সময় ওমর খালিদের হয়ে আইনজীবী শান্তা কুমার এবং রকশন্ডা ডেকা বিচারবিভাগীয় হেফাজতে থাকার সময় পর্যাপ্ত নিরাপত্তা দাবি তোলেন। এর কাছে তাঁরা দাবি তোলেন যে ২০১৬ সালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওমর খালিদকে চশমা পরার অনুমতি দেওয়া হোক।বিচারপতির কাছে ওমর খনির দাবি তোলেন যে সপ্তাহে একবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লিগাল ইন্টারভিউর সুযোগ তাকে দেওয়া হোক।সেই সময় তাকে হেডফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক।জেলের মধ্যে বাইরে থেকে বই আনার অনুমতি দেওয়া হোক।দিল্লি প্রিজন রুল নম্বর ১৪০১ এবং ২০৮ ও জেল রুল ৫৮৫, ৫৮৭, ৬২৯, ৬৩০ অনুযায়ী তাকে সেলের বাইরে বেরোতে দেওয়া হোক।


আদালত ওমর খালিদের সমস্ত দাবি জেল প্রিজন রুলস অনুযায়ী মেনে নিয়েছে। জেলের ভেতর ওমর খালিদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *