নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বায়ুসেনা একইসঙ্গে চিন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত।সেই জন্য রণকৌশল নিজেই ঠিক করেছে বায়ুসেনা। চিনের বিরুদ্ধে খুব ভালো ভাবেই প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনা। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পর্যাপ্ত পরিমাণে যুদ্ধবিমান এবং সমরসজ্জা মোতায়েন করা হয়েছে।ভারতীয় বায়ুসেনার সামনে চিন কিছুই করতে পারবে না।
সোমবার সাংবাদিক সম্মেলনে বায়ুসেনা প্রধান জানিয়েছেন, পূর্ব লাদাখে বায়ুসেনা যে সমরসজ্জা মোতায়েন করেছে তা গোটা প্রক্রিয়ার ছোট অংশ মাত্র। চিন সীমান্ত লাগোয়া গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে বায়ুসেনাকে। যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম ভারতীয় বায়ুসেনা।
প্রযুক্তিগত উন্নতি এবং বায়ুসেনার আন্তর্জাতিক মানে উন্নতি করার সাধনায় নিরন্তন কাজ করে চলেছে ভারতীয় বায়ুসেনা। চিনা আগ্রাসন প্রতিহত করতে উত্তর-পূর্ব ভারতে বায়ুসেনার পরিধি বাড়ানো হয়েছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।