নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.): করোনা মহামারীর জেরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে গোটা বিশ্ব।কিন্তু নিজের অভ্যাস থেকে পিছু হটবে না পাকিস্তান।সীমান্ত সন্ত্রাস থেকে শুরু করে কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর প্রচেষ্টায় সদা তৎপর ভারতের এই প্রতিবেশী দেশ। রবিবার ভোরেও তার কোন ব্যতিক্রম হয়নি।এদিন ভোর ৩টে ২০ মিনিট নাগাদ সংঘর্ষ বিরতি লংঘন করে পুঞ্চের সীমান্তবর্তী এলাকা মানকোট সেক্টরে গোলা বর্ষণ করতে থাকে পাকিস্তান।
এমনকি ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করেও চলে গোলাবর্ষণ। ব্যাপক মর্টার শেলিং করেছে পাকিস্তান। পালটা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে মর্টার শেলিং করার পাশাপাশি মাঝারি ও ছোট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে চলে গোলাবর্ষণ। গোলাবর্ষণের ভয়াবহতা এতটাই ছিল যে ভারতীয় গ্রামবাসীরা ভয় পেয়ে নিরাপত্তার জন্য স্থানীয় বাংকারে গিয়ে আশ্রয় নেয়। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ভোর পাঁচটা পর্যন্ত এই গুলি বিনিময় হয়।হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি।

