পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে অর্থ প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে অর্থ প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ কারণ, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে রাজ্যের প্রাপ্তির প্রবণতায় ২২০০ কোটি টাকা ঘাটতি হবে বলে প্রধানমন্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই এ-বিষয়ে ত্রিপুরার স্বার্থ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রের সাথে আলোচনা করার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লি সফরে গিয়েছিলেন৷ সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক করেছেন৷ বৈঠকে ইতিবাচক সাড়া মিলেছে বলে ইতিমধ্যেই একাধিক টুইট বার্তায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷

আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের নির্যাস তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য বিশেষ আর্থিক সহায়তা চেয়েছেন৷ পাশাপাশি রবার উৎপাদনে ধোয়ার ঘর তৈরিতে সৌরশক্তি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তিনি৷


শিক্ষামন্ত্রীর কথায় প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে ত্রিপুরা ৬,০০০ কোটি টাকা পাবে৷ কিন্তু অর্থ বরাদ্দের প্রবণতায় মনে হচ্ছে ২,২০০ কোটি টাকার ঘাটতি থাকবে৷ তাই এ-বিষয়ে ত্রিপুরার স্বার্থ দেখার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাছাড়া চলমান প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য ১,০০০ কোটি টাকার প্রয়োজন রয়েছে৷ তার মধ্যে ৩৫০ কোটি টাকা প্রাপ্তি হয়েছে৷ বাকি ৬৫০ কোটি ত্রিপুরার জন্য বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী, জানালেন শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *