করোনায় কাঁপছে স্পেন, ফের লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের

মাদ্রিদ, ১ অক্টোবর (হি. স.) :  স্পেনে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকেই রাজধানী  মাদ্রিদে কড়া লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছ সরকার। জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও মাদ্রিদের গভর্নর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের লকডাউনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

গত দুই সপ্তাহে ইউরোপিয় দেশটির রাজধানীতে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৬০৪ জন। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে বুধবার বিভিন্ন প্রদেশের গভর্নরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্পেন সরকারের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। ওই বৈঠকে অধিকাংশ গভর্নর লকডাউনের পক্ষে মতামত দেন। তার পরেই স্পেন সরকারের পক্ষ থেকে মাদ্রিদে কড়া লকডাউনের ঘোষণা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অকারণে কেউ মাদ্রিদে ঢুকতে পারবেন না কিংবা শহর থেকে বাইরে যেতে পারবেন না। খেলার মাঠ ও পার্ক বন্ধ থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে একসঙ্গে ছয়জনের বেশি তাতে অংশগ্রহণ করতে পারবেন না। করোনার তাণ্ডবে গত মার্চ থেকে মে মাস পর্যন্ত কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল স্পেন। কড়া লকডাউনের ফলে জুন থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছিল। কিন্তু অগস্টের শেষের দিকে ফের ইউরোপের দেশটিতে দ্বিতীয়বার আঘাত হানে প্রাণঘাতী ভাইরাস। তাই ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্পেনের প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *