আজ থেকে উঠে যাচ্ছে নাইট কার্ফু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে রাত আটটার পর কার্ফু কার্যকর হবে না৷ নাইট কার্ফু প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ কেন্দ্রীয় সরকার আনলক-৪ এর যে গাইডলাইন জারি করেছিল তার মেয়াদ ছিল ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত৷ আজ কেন্দ্রীয় সরকার আনলক-৫ এর গাইডলাইন জারি করেছে৷ কেন্দ্রীয় সরকারের সেই গাইডলাইন মেনেই রাজ্য সরকার তার কার্যধারা পরিচালনা করবে৷


তবে ত্রিপুরাবাসীর কাছে সরকার আবেদন জানিয়েছে, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো অবশ্যপালনীয় বিধিগুলি মেনে চলুন৷ সরকারের আরও আবেদন, এক জায়গায় অনেকে মিলে একসঙ্গে জড়ো হবেন না৷ তাতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে৷ করোনার বিরুদ্ধে এই যুদ্ধে সকলকে সতর্ক থেকেই লড়াই করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *