ভাটিন্ডা, ১ অক্টোবর (হি.স.): যেভাবেই হোক কৃষক-বিরোধী ‘কালা’ আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই দাবিতে বৃহস্পতিবার থেকে বৃহত্তর আন্দোলন শুরু করল শিরোমনি অকালি দল। বৃহস্পতিবার পঞ্জাবের ভাটিন্ডায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া শিরোমনি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল জানিয়েছেন, কৃষকদের কণ্ঠস্বর হওয়ার জন্য সমস্ত কিছু ছেড়েছে দল। এদিন ভাটিন্ডার তালওয়ান্ডি সাবোয় তখত শ্রী দমদমা সাহিবে যান হরসিমরত কউর বাদল। তালওয়ান্ডি সাবো থেকে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের মিছিলে নেতৃত্ব দেন তিনি। পরে হরসিমরত কউর বাদল জানান, কালা আইন প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার বৃহত্তর আন্দোলন শুরু করল শিরোমনি অকালি দল। এই আইনের জন্য সমস্ত কিছু হারানো কৃষকদের কণ্ঠস্বর হয়ে উঠতে জোট, পদ, সরকার, সম্পর্ক-সমস্ত কিছু ছেড়েছে দল।
কৃষি আইনের বিরোধিতায় বৃহস্পতিবারও বিক্ষোভ চলতে থাকে পঞ্জাবে। ‘রেল রোকো’ আন্দোলনের মাধ্যমে এদিন কৃষকরা নিজেদের ক্ষোভ উগরে দেন। এদিন কৃষি আইনের বিরোধিতায় অমৃতসর, তালওয়ান্ডি সাবো এবং আনন্দপুর সাহিব থেকে বের হয় শিরোমনি অকালি দলের কিষাণ মার্চ। সবশেষে রাজ্যপালের হাতে স্মারকলিপি।