নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ ক্রমান্বয়ে ভাঙ্গছে দল৷ একে একে কাউন্সিলার, পিসিসি সদস্য সহ বেশ কিছু প্রথম সারির নেতৃত্ব দলত্যাগ করেছেন এই সময়ে৷ এর উপর বাড়ছে চাপ৷ সমস্ত কিছু নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কিছুটা চিন্তিত৷ শনিবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনে জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত হয় পিসিসি বৈঠক৷
যথারীতি এই বৈঠকেও অনৈক্যের ছবি৷ এদিন দেখা গেল না শহরের বেশ কয়েকজন পিসিসি নেতৃত্বকে৷ সোস্যাল মিডিয়াতে তারা ঝড় তুললেও দলীয় ভবনে গেলেন না তারা৷ পিসিসি সভাপতি হিসাবে পীযূষ বিশ্বাস সব ধরনের চেষ্টা অব্যাহত রাখলেও কংগ্রেস দলের হাল ফেরানো সম্ভবত কঠিন তা এদিনের বৈঠকে অনেকের গড় হাজিরাতে স্পষ্ট৷
তবে, এদিনের বৈঠকে দলীয় কিছু কর্মসূচির ব্যাপারে আলোচনা হয়েছে৷ আগামীদিনে রাজ্য সরকারের উপর কি কি বিষয়ে চাপ সৃষ্টি করা যায় তা আলোচনা হয়েছে৷ পাশাপাশি এডিসি ও পুর সংস্থাগুলির নির্বাচনে দলের অবস্থান কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷