নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ রাজ্যের পৃথক স্থানে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ তবে একটি ঘটনায় খুনের আশংকা করা হচ্ছে৷ তাছাড়া অন্য একজনের মৃত্যু হয়েছে বিদ্যুতের ছোঁবলে৷
সংবাদে প্রকাশ, উত্তর ত্রিপুরা জেলার হাফলং এলাকার একটি রাবার বাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম মিজু তাঁতী৷ নিহত যুবক পেশায় গাড়িচালক ছিল৷মৃতের পরিবারের লোকজন জানান সোমবার সন্ধ্যা নাগাদ সে বাড়ি থেকে বের হয়ে যায়৷ তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি৷ মঙ্গলবার সকালে হাফলং এলাকার রাবার বাগানের তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা৷ তারপর খবর পাঠানো হয় ধর্মঘট থানায়৷ খবর পেয়ে ধর্মনগর থানার ওসি মিলন দত্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে মৃত যুবকের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহটি রাবার বাগানে ফেলে দেওয়া হয়েছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে ধর্মনগর থানার ওসি মিলন দত্ত জানান ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে এটি হত্যাকান্ড আত্মহত্যাজনিত ঘটনা৷হাফলং রাবার বাগান থেকে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ গাড়ি চালকের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷
নরসিংগড় মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে৷ মৃতের নাম হিরেশ কেশর৷বিগত দুবছর আগে সাবরুম থানার পুলিশ তাকে নরসিংঘর মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতালে ভর্তি করেছিল৷ সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর৷ মঙ্গলবার সকালে সাইক্রিয়াটিক হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন৷খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে৷ ওয়ালটন সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন৷উল্লেখ্য গত কয়েকদিন আগেও মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতাল থেকে দর্শন চিকিৎসাধীন রোগী পালিয়ে গিয়েছিল৷
আমতলী থানাধীন কাঁঠালতলি হঠাৎ কলোনি এলাকায় যুবকের আত্মহত্যা৷ জানা গেছে যুবকটি নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে৷ একটা সময় নেশার জেরে উৎপাত শুরু করে৷ কিন্তু নেশা করতে না পারায় আত্মহত্যা করে যুবকটি৷ বাড়ির পাশে রাবার বাগানে আত্মহত্যা করে মৃতযুবক সনিস্ট ঋষি দাস৷ পেশায় রিক্সা চালক ছিল৷ তার বয়স ২৫ বছর৷ জানা গেছে মৃত যুবক বিবাহিত৷ তার স্ত্রী এক মেয়ে আছে৷ মৃতের পিতা জানান নেশা গ্রস্থ হয়ে পড়েছিল ছেলে৷ বহুবার তাকে এই নেশার কবল থেকে বের করে আনার চেষ্টা করা হয়৷ কিন্তু কোন ভাবেই বের করা যায়নি৷ পরিবারে কোন ঝামেলা ছিল না৷ সোমবার রাতে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করেছিল৷ অবশেষে মঙ্গলবার বাড়ির পাশের রাবার বাগান থেকে উদ্ধার হয় মৃতদেহ৷
বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো অন্ন ত্রিপুরা নামে এক যুবকের৷ ঘটনা বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ হরিপুরের গুরাবাড়ি সুইচ গেইট এলাকায় মৃত যুবকের বয়স ১৭ বছর৷ বিদ্যুৎ এর ট্রান্সফরমারের কাছাকাছি এসে পাখি শিকার করতে গিয়ে বিপত্তি ঘটে বলে জানা যায়৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে৷ সেখান থেকে বিদ্যুৎ স্পৃষ্ট যুবককে উদ্ধার করে ঋষ্যমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে৷ কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে৷ পরবর্তী সময় মৃতদেহ বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য৷ এলাকার যুবকরা জানায় ওই এলাকায় গত তিন দিন ধরে বিদ্যুৎ নেই৷ এই বিষয়ে বিদ্যুৎ নিগম অফিসে জানানো হয়েছে৷ ধারনা করা হচ্ছে মৃত যুবক বিদ্যুৎ এর ট্রান্সফরমারের উপর উঠার চেষ্টা করেছিল৷ তখনই এই বিপত্তি ঘটে৷