BRAKING NEWS

দ্বিতীয় ভ্যাকসিনের কথা সামনে আনল রাশিয়া

মস্কো, ২৩ আগস্ট (হি.স.):  ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন নিয়ে টানাপড়েনের মাঝেই দ্বিতীয় ভ্যাকসিনের কথা সামনে আনল পুতিনের দেশ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে স্পুটনিক ভ্যাকসিন তৈরি করেছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’  বানিয়েছে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি।

এই ভ্যাকসিনের তৃতীয় স্তরের ট্রায়াল চলছে। জানা গেছে সেপ্টেম্বরেই ট্রায়াল শেষ হবে। ভেক্টর স্টেট রিসার্চের ভাইরোলজিস্টরা বলেছেন, প্রথম দফায় ৫৭ জনের শরীরে টিকা দেওয়া হয়েছিল। প্রথম ডোজ দেওয়ার ১৪-২১ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হয়। দেখা গেছে, প্রত্যেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে।

রাশিয়ার একটি সূত্র বলছে, দ্বিতীয় টিকারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে প্রত্যেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমনকী এই প্রতিষেধকটিরও কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, করোনার ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো করেছে রাশিয়া। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রাশিয়ার টিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। খোদ পুতিন সরকারের রাশিয়ার বিদেশমন্ত্রী কয়েকদিন আগেই জানান যে, তাঁদের তৈরি ‘স্পুটনিক ভি’  ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুই হয়নি। এবার দ্বিতীয় ভ্যাকসিনের কথা শুনেও অনেকেই বলছেন, আগে প্রথম টিকার ট্রায়ালের রিপোর্ট সামনে আনুক রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *