কলকাতা, ১৭ আগস্ট ( হি স): টলিপাড়ায় অব্যাহত করোনা হানা। এবার করোনা আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার টুইট করে পরিচালক নিজেই জানান এই কথা।
টুইট করে পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, ‘ আমি কোভিড ১৯ পরীক্ষা করেছিলাম। তা পজিটিভ এসেছে। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে তাঁর দু’বারই পরীক্ষার ফল নেগেটিভ হয়েছে। এখন আমি বাড়িতে কোয়ারান্টিনে। আমার পরিবারের বাকি সদস্যরাও কোভিড ১৯ পরীক্ষা করে দেখবেন’।
যত সময় বাড়ছে ততোই আতঙ্ক বাড়াচ্ছে করোনা। শহরজুড়ে জাঁকিয়ে রাজ করছে অদৃশ্য এই ভাইরাস। আর এরই মাঝে করোনা আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী। অন্যদিকে রাজ ঘরণী শুভশ্রী অন্তঃসত্ত্বা। ওই সময় রাজের করোনা হওয়ার খবর যথেষ্টই উদ্বেগের।