নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে কৃষিক্ষেত্রের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে৷ কৃষির বিকাশ সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র৷ এই লক্ষ্যে সরকার রাজ্যের বিভিন্ন কৃষি মহকুমায় কৃষকবন্ধু কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে৷ আজ বড়জলার নতুননগরে কৃষকবন্ধু কেন্দ্র ও আঞ্চলিক কৃষি কার্যালয়ের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন৷ কৃষিমন্ত্রী আরও বলেন, রাজ্যে কৃষির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সব্জী ও ফল চাষে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, বিধায়ক ডা. দিলীপ দাস ও বিধায়ক কৃষ্ণধন দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাধিপতি সমরেশ বিশ্বাস৷ স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. দেবপ্রসাদ সরকার৷