BRAKING NEWS

নাগা শান্তিচুক্তি মণিপুরের অখণ্ডতায় প্রভাব ফেলবে না : মুখ্যমন্ত্রী বীরেন

ইমফল, ১৩ আগস্ট (হি.স.) : নাগা শান্তিচুক্তি রাজ্যের অখণ্ডতায় কোনও প্রভাব ফেলবে না, দৃঢ়তার সাথে এ-কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ বৃহস্পতিবার ইমফলে দেশপ্রেমিক দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সরকার ও এনএসসিএন (আইএম)-এর মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পাদিত হওয়ার আগে মণিপুরবাসীর মতামত নেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত, এনএসসিএন (ইশাক-মুইভা / আইএম)-এর সঙ্গে গত ২০১৫ সালের ৩ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিঙের উপস্থিতিতে ভারত সরকারের এক ‘প্রারম্ভিক চুক্তি’ (ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছিল। সেদিনের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এনএসসিএন-এর তদানীন্তন চেয়ারম্যান ইশাক চিশি স্যু (২০১৬ সালের ২৮ জুন প্রয়াত) এবং সাধারণ সম্পাদক থুইঙ্গালেং মুইভা। স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা হয়েছে বলে দাবি করা হলেও মূলত চুক্তিতে কী রয়েছে তা আজও সর্বসমক্ষে আনা হয়নি। এতে কী আছে, তাকে কেন্দ্র করে নাগাল্যান্ডের বিভিন্ন মহলের পাশাপাশি পার্শ্ববর্তী অসম, মণিপুরের রাজনৈতিক ও সামাজিক মহলে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

সম্প্রতি, ইউনাইটেড কমিটি অব মণিপুর এক প্রেস বিবৃতিতে কড়া ভাষায় বলেছে, কেন্দ্রের অবিবেচক সিদ্ধান্ত মণিপুরের বিরুদ্ধে হলে ভবিষৎ কর্মসূচি ভেবে রাখতে প্রস্তুত মণিপুরবাসী। এদিকে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দেশপ্রেমিকদের আত্মবলিদানে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, আজকের দিনটি স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের সাক্ষী হয়ে রয়েছে। তাই এই দিনটিকে ভুলে যাওয়া সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *