আগরতলা, ১৩ আগস্ট (হি.স.) : ত্রিপুরা প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছে। একসাথে চার জেলাশাসককে বদলি করেছে রাজ্য সরকার। বদলির তালিকায় রয়েছেন পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরার জেলাশাসক। করোনা-প্রকোপের মধ্যে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দফতরের অবরসচিব এসকে দেববর্মা আইএএস এবং টিসিএস আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে, ১৬ জন আধিকারিকের বদলিনামা জারি হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পশ্চিম জেলা এবং সিপাহিজলার জেলাশাসকের বদলি হয়েছে। করোনা আক্রান্ত হয়ে সিপাহিজলার জেলাশাসক সিকে জমাতিয়া সুস্থ হলেও এখন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁকে সাধারণ প্রশাসন দফতরে সচিব পদে বদলি করা হয়েছে। শুধু তা-ই নয়, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. মাহাত্মে সন্দ্বীপ নামদেও নগরোন্নয়ন দফতরের অধিকর্তা পদে বদলি হয়েছেন। সাথে তিনি ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং স্কিল ডেভেলপমেন্টের অধিকর্তা পদে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। পশ্চিম জেলাশাসক পদে দায়িত্ব নিতে চলেছেন ড. শৈলেশ কুমার যাদব। তিনি পুর নিগমের কমিশনার ছিলেন। ওই পদের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, সিপাহিজলার জেলাশাসক পদে দায়িত্ব নিচ্ছেন বিশ্বেশ্বরী বি। তিনি পর্যটন দফতরের অধিকর্তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
এছাড়া তাপস রায় ঊনকোটির জেলাশাসক এবং নাগেশ কুমার বি উত্তরত্রিপুরার জেলাশাসক পদে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, উত্তর ত্রিপুরার বর্তমান জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার পর্যটন দফতরের অধিকর্তা পদে এবং ঊনকোটির জেলাশাসক রবীন্দ্র রিয়াংকে তদন্ত কমিশনার পদে বদলি করা হয়েছে। প্রশাসনের দুই পদস্থ আধিকারিকের দায়িত্বে কাটছাট করা হয়েছে। সাধারণ প্রশাসন (প্রিন্টিং অ্যাযান্ড স্টেশনারি) দফতরের সচিব পদে টিকে চাকমা এবং তদন্ত কমিশনার পদে এন ডারলংকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও আরও তিনজন আইএএস এবং তিনজন টিসিএস-কে বদলির আদেশ জারি করা হয়েছে।