জিরানীয়ায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ জিরানিয়া থানা এলাকার উত্তর জয়নগরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম যুগল দেববর্মা৷ বাড়ির কিছুটা দূরে জঙ্গলে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে৷যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
স্থানীয় লোকজন মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেন৷পরিবারের লোকজন ছুটে গিয়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ পুলিশে খবর পাঠান৷খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷সেখান থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ৷


ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷পারিবারিক সূত্রে জানা গেছে গত দুই দিন ধরে ওই যুবক নিখোঁজ ছিল৷কেন ওই যুবক আত্মহত্যা করেছে সে সম্পর্কে অবশ্য এখনো পর্যন্ত কোনো খুঁজে পাওয়া যায়নি৷ পরিবারের লোকজনদের দাবি অনুযায়ী পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ যুবকের মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিন তাও খতিয়ে দেখা হচ্ছে৷পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত ভাবে জানা যাবে৷