করোনায় মৃত্যু আরও একজনের ,নতুন আক্রান্ত ১৬৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ রাজ্যে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে৷ সেই সাথে আক্রান্ত হয়েছেন নতুন করে আরও ১৬৪ জন৷ সরকারী সূত্রে জানা গিয়েছে, পশ্চিম জেলার এক মহিলা এজিএমসিতে সোমবার মৃত্যু বরণ করেছেন করোনা যুদ্ধে৷

এদিকে, এদিন ২৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১৬৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে উত্তর জেলার ১৮ জন, ধলাই জেলার ৫ জন, খোয়াই জেলার ৪৭ জন, পশ্চিম জেলার ৭৭ জন, সিপাহীজলা জেলার ১০ জন, গোমতী জেলার ৫ জন, ঊনকোটি জেলায় ১ এবং দক্ষিণ জেলার ১ জন৷