করোনা-পরীক্ষায় শীর্ষে আমেরিকা, ধারেকাছে নেই বিশ্বের কোনও দেশ : ট্রাম্প

ওয়াশিংটন, ১১ আগস্ট (হি.স.): কোভিড-১৯ পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে আমেরিকাতেই। আমেরিকায় প্রায় ৬৫ মিলিয়ন করোনা-পরীক্ষা করা হয়েছে, বিশ্বের কোনও দেশ এই সংখ্যার ধারেকাছেই নেই। ফের দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন, “আমরা প্রায় ৬৫ মিলিয়ন মানুষের করোনা-পরীক্ষা করিয়েছি, এই সংখ্যার ধারেকাছেই নেই বিশ্বের কোনও দেশ। ১১ মিলিয়ন পরীক্ষা করে ভারত দ্বিতীয় হবে এবং সেদেশে ১.৫ বিলিয়ন মানুষ রয়েছে..।” ট্রাম্প আশা প্রকাশ করে জানান, আমার দৃঢ় বিশ্বাস এ বছরের মধ্যেই করোনাভাইরাসের টিকা এসে যাবে।

চিনের প্রতি ক্ষোভপ্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘চিন যা করেছে, এজন্য আমরা সত্যিই ক্ষুব্ধ। চিন মোটেও ভালো ছিল না।’ প্রসঙ্গত, এদিন সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে যায় সিক্রেট সার্ভিস এজেন্ট। পরে সাংবাদিক সম্মেলনে ফিরে আসার পর ট্রাম্প জানান, হোয়াইট হাউসের বাইরে গুলি চলার ঘটনা ঘটেছে এবং মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে সিক্রেট সার্ভিস তাকে গুলি করেছে।