আগরতলা, ৬ আগস্ট (হি.স.)৷৷ সারা দেশে কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে৷ রাজ্যে জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি পরীক্ষা হচ্ছে৷ তবে, শীর্ষে রয়েছে গোয়া, তার পরেই স্থান দিল্লির৷


সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ২৪ ঘণ্টায় দেশে ৬ লক্ষ ৬০ হাজার কোভিড-১৯ পরীক্ষা হয়েছে৷ তাতে জাতীয় গড় হিসেবে প্রতি লাখে ১৫,১১৯টি নমুনা পরীক্ষা হয়েছে৷ তবে, ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি নমুনা পরীক্ষা করেছে৷ তিনি বলেন, এক্ষেত্রে সারা দেশে গোয়া নমুনা পরীক্ষায় শীর্ষ স্থানে রয়েছে৷ ওই রাজ্যে প্রতি লাখে ৮৪,০০০ নমুনা পরীক্ষা হয়েছে৷ তার পরেই রয়েছে দিল্লি ৫৭,০০০ এবং ত্রিপুরায় ৪০,০০০ নমুনা পরীক্ষা হয়েছে৷ তাঁর কথায়, জম্মু ও কাশ্মীর ৩৮,০০০ এবং তামিলনাড়ু ৩৫,০০০ নমুনা পরীক্ষায় যথেষ্ট ভালো কাজ করেছে৷


সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সচিবের দেওয়া তথ্য টুইটারে পোস্ট দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেককে সুরক্ষিত রাখার জন্য সর্বাধিক কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে৷ প্রতি লাখে নমুনা পরীক্ষায় অন্য রাজ্যের তুলনায় ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে৷ তাই তিনি স্বাস্থ্য কর্মীদের নিরলস পরিশ্রমে কোভিড-১৯ পরিস্থিতিতে উন্নতি হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *