BRAKING NEWS

৫ আগস্টের পর মোদী মন্ত্ৰিসভার সম্প্ৰসারণ, তালিকায় অসমের হিমন্তবিশ্ব, মেঘালয়ের আগাথা, মণিপুরের লেইসেম্বার নাম, জল্পনা

গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : আগামী ৫ আগস্ট অযোধ্যায় শ্রীরামমন্দিরের ভূমিপূজন। এর পরই মোদী মন্ত্ৰিসভা সম্প্ৰসারণের পূৰ্ণ সম্ভাবনা আছে বলে এক খবর চাউর হয়েছে। এ থেকেও বড় খবর, সম্প্রসারণের জন্য তালিকায় উত্তর-পূৰ্বাঞ্চলের তিন বিশিষ্ট রাজনীতিকের নাম রয়েছে। তিনজনের মধ্যে মন্ত্ৰিত্ব পাওয়ার সম্ভাবনা অসমের স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্ৰী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, মেঘালয়ের তরুণী সাংসদ আগাথা সাংমা এবং মণিপুরের প্ৰভাবশালী রাজনীতিক ব্যক্তিত্ব লেইসেম্বা শনোজাওয়া।

বিজেপির এক বিশেষ সূত্রের দাবি, কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের তালিকায় উত্তর-পূর্বাঞ্চলের এই তিনজনের মধ্যে বেশি উচ্চারিত হচ্ছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার বোন তথা প্রয়াত পূর্ণ আও সাংমার কন্যা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তুরার সাংসদ আগাথা সাংমার নাম। তিনি এনডিএ শরিক ন্যাশনাল ডেমক্ৰ্যাটিক পাৰ্টির নেত্ৰী।

দ্বিতীয় উচ্চারিত নাম নেডা-র আহ্বায়ক তথা অসমের বহু দফতরের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। তবে আসন্ন ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তাকে রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে নেওয়া হবে কিনা তা ভাবাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে। অবশ্য গত লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে চলে যেতে আগ্ৰহ ব্যক্ত করেছিলেন হিমন্তবিশ্ব। সেবার তদানীন্তন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহের নির্দেশে তাঁকে রাজ্যে থাকতে হয়েছিল।

তৃতীয় নাম শোনা যাচ্ছে মণিপুরের প্ৰভাবশালী রাজনৈকিত ব্যক্তিত্ব লেইসম্বা শনোজাওয়ার নাম। তবে তাঁকে রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে ছাড়তে মনস্থির করতে পারছেন না মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।

এছাড়া সূত্ৰটির বক্তব্য, উত্তর-পূৰ্বাঞ্চলে দলের স্থিতি মজবুত করতে এবার কমেও দুই মন্ত্ৰী এই অঞ্চল থেকে নেওয়ার চিন্তা করছেন জেপি নাড্ডা। সে অনুসারে এই দুজনের মধ্যে মন্ত্ৰিত্ব পাওয়ার অনুকূল পরিস্থিতে রয়েছেন মেঘালয়ের আগাথা এবং তার পরই অসমের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শৰ্মা। প্রসঙ্গত মোদী মন্ত্রীসভায় এ মুহূর্তে মন্ত্ৰীর রয়েছেন ৫৭ জন। এঁদের মধ্যে একেকজনকে একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলাতে হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *