নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ সোনামুড়া মহাকুমার ৩ টি ব্লক এলাকায় দীর্ঘদিন কন্টেইনমেন্ট জোন থাকায় বিভিন্ন ক্লাসের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি এতদিন৷ সোমবার ঘোষণা করা হয় পরীক্ষার ফলাফল৷ এইদিন নবম শ্রেণির পরিক্ষায় ফলাফল খারাপ হওয়ার অ্যাসিড পান করে আত্মহত্যা করে সুব্রত সরকার নামে এক কিশোর৷ ঘটনা সোনামুড়া মহাকুমার দক্ষিণ কলমচৌড়া এলাকায়৷ নিজ বাড়িতে অ্যাসিড পান করার পর গুরুতর আহত অবস্থায় সুব্রত সরকারকে কলমচৌরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতাল স্থানান্তর করে দেওয়া হয়৷ কিন্তু জিবি নিয়ে আসার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুব্রত সরকার৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া৷
2020-06-30

