নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলি সলতে পাকানো শুরু করে দিয়েছে৷ সোমবার জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা (আইএনপিটি) এডিসি নির্বাচনের রণকৌশল নির্ধারণে বৈঠক করেছে৷ সাংগঠনিক অবস্থা নিয়েও নেতারা চুলচেরা বিশ্লেষণ করেছেন৷ আজ দলের কেন্দ্রীয় কার্যকারিণী বৈঠক প্রসঙ্গে দলের সভাপতি বিজয় রাঙ্খল বলেন, এডিসি নির্বাচনের রণকৌশল নিয়েই মূলত আজ আমরা আলোচনায় বসেছি৷
আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, করোনা-র প্রকোপে লকডাউনে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ হয়ে রয়েছে৷ সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকেও কোনওরকম নজর দেওয়া যাচ্ছে না৷ তাই, আজ পারস্পরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয়েছে৷ তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আন্দোলন আপাতত স্থগিত রাখা হয়েছে৷ কিন্তু আগামী দিনে বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনের ছক তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাঁর কথায়, এডিসি নির্বাচনের রণকৌশল নির্ধারণেই আজ ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ তাছাড়া, নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি নিয়েই আমাদের রণনীতি স্থির করতে হবে৷
এদিন আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল বলেন, আজকের বৈঠকে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত রতিমোহন জমাতিয়া এবং লাদাখে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় ২ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি৷ তাঁর কথায়, আইএনপিটি-র সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি এবং এডিসি নির্বাচন নিয়ে রণনীতি সম্পর্কে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷
2020-06-30

