নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৭ জুন৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রাজাপুর বাজার সংলগ্ণ এলাকায় জঙ্গল থেকে একব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ জানাযায় উদয়পুরের যুবক পুলন সাহা ( ৪৫ ) গত বৃহস্পতিবারথেকে নিখোঁজ হয়েপরে৷ অবশেষে আজ এই যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় রাজাপুরের এলাকাবাসী৷
জানা যায় গতকাল রাজাপুর রাস্তার পাশে দীর্ঘ সময় ধরে একটি বাইক দেখতেপায় এলাকাবাসী৷ পরবর্তী সময় এই বিষয়ে মনপাথর আউটপোষ্টে খবর দেওয়াহয়৷ যানাযায় বাইকটি পুলন সাহার৷ অপরদিকে পুলন সাহার নিখোঁজ হবার ঘটনাটি উদয়পুর থানায় লিখিত অভিযোগ জানানোহয়৷ সবমিলিয়ে বাইকের খোজ পাওয়ার পর শুরু হয় পুলন সাহার খোজ৷ অবশেষে রাজাপুর বাজার সংলগ্ণ এলাকায় জঙ্গলের ভিতরে পাওয়াযায় পুলন সাহার খোঁজ৷
এলাকাবাসী পুলন সাহাকে জঙ্গল ঝুলন্ত অবস্থায় দেখতেপায়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মনপাথর ফাঁড়ী থানায়৷ মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নিয়ে আসে৷ এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে পরিবারের লোকজনদের দাবি পুলন সাহাকে পরিকল্পীতভাবে হত্যা করা হয়েছে৷ যানাযায় বিগত দিনেও একাই কায়দায় পাইখোলা এলাকায় মৃত্যু হয়েছে মনপাথর এলাকার এক যুবককের৷ এইনিয়ে শান্তির বাজার থানায় মামলার পরও পুলিশ পকৃত দোষীর কুল কিনারা করতেপারেনি৷ আজ ঠিক একই কায়দায় মৃত্যু হলো পুলন সাহার৷ পরপর একই কায়দায় দুইটি মৃত্যুর ঘটনানিয়ে মনপাথর এলাকায় তীব্র গুঞ্জন চলছে৷ এটি কি হত্যা না আত্মহত্যা এই নিয়ে প্রশ্ণ থেকেযাচ্ছে৷ এখন দেখার বিষয় পুলন সাহার অস্বাভিক মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷ এইদিকেই চেয়ে আসে এলাকাবাসী৷
2020-06-28

