নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্যে বিজেপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা প্রত্যেকদিন কোন না কোন জায়গায় ঘটছে৷ কিন্তু হামলাকারীদেরকে গ্রেপ্তার করতে পারছেনা রাজ্যের পুলিশ প্রশাসন৷ তাহলে কি পুলিশের বাম বন্ধুত্বপুর্ন ব্যাপারটি এখনো রয়ে আছে৷শুক্রবার রাতে টাকারজলার মন্ডল সভাপতি নির্মল দেবর্বমার উপর হঠাৎ হামলা হয়৷ ঐদিন নির্মল দেবর্বমাকে প্রানে মারার চেষ্টা করে হামলাকারীরা৷
১২- টাকারজলা ২৬ নম্বর বুথের কানুরাম পাড়ায় চলছিল যোগদান সভা৷ সভা শেষে সাংগঠনি সভা করেন৷ যে বাড়িতে সভা চলছিল সেই বাড়ির মুল ফটক বন্ধ থাকায় হামলাকারীদের হাত থেকে রক্ষা পায় মন্ডল সভাপতি৷ সাথে থাকা তার গাড়িটিকেভেঙে চুরমার করে দেয় হামলাকারীর দল৷ এডিসি নির্বাচনের প্রাক মুর্হুতে টাকারজলা মন্ডল সভাপতির উপর এই হামলার প্রতিবাদে বিজেপির প্রদেশ নেতৃত্বরা জম্পুইজলা থানা ঘেরাও করে অতিসত্বর এই হামলাকারী দলকে গ্রেপ্তার করতে প্রতিবাদ জানায়৷ জানা যায় শুক্রবার রাতে টাকারজলা বিধানসভায় বিভিন্ন দল থেকে বিজেপি দলে যোগদান করার সভার আয়োজন করা হয়েছিল৷ এই সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকারজলার মন্ডল সভাপতি নির্মল দেবর্বমা, এবং সেখানে ওনার উপর হামলা হয়৷
ওনার উপর হামলার প্রতিবাদে শনিবার জম্পুইজলা থানায় উপস্থিত হন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা, উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সাাধারণ সম্পাদক টিংকু রায়, জনজাতি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক প্রতিক কিশোর দেবর্বমন,বিধায়ক রামপদ জমাতিয়া এবং গেলাঘাটি বিধানসভার বিরেন্দ্র কিশোর দেবর্বমা সহ অন্যানরা৷
এদিকে, বিজেপি রাজ্য কমিটির তরফ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, জননগনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাম অপশাসনের অবসান ঘটিয়েছে ভারতীয় জনতা পার্টি৷ তবে দীর্ঘ বাম শাসনে থাকার ফলে রাজ্যে বিদ্যমান অপসংসৃকতি এবং খুন সন্ত্রাসের রাজনৈতিক পরম্পরার বিরুদ্ধে এখনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিত্যদিন লড়াই করতে হচ্ছে৷
শুক্রবার রাতে এই ধরনেরই এক ঘৃণ্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল পার্টির টাকারজলা বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের৷ রাত প্রায় ৮টা নাগাদ টাকারজলা মন্ডলের ২৬নং বুথের সভাপতি বুদ্ধিরাম দেববর্মার বাড়িতে সাংগঠনিক বৈঠক চলছিল৷ বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য বেশ কয়েকজন কার্যকর্তা৷
বৈঠক চলাকালীন সময়ে আচমকাই কার্যকর্তারা খবর পান যে, তাদের বৈঠকস্থল সমতে বাড়িটি কিছু সশস্ত্র রাজনৈতিক দুর্বৃত্ত ঘিরে ফেলেছে৷ কিছু বুঝে উঠার আগেই দুষৃকতকারীরা বাড়িটিতে হামলা শুরু করে৷ দুর্বৃত্তরা বাড়ির প্রায় প্রত্যেকটি ঘরের দরজা, জানালা ভেঙ্গে ফেলে৷
দ্রুত থানায় খবর দেওয়া হয়৷ কিন্তু পুলিশ আসার আগেই রাজনৈতিক দুর্বৃত্তরা কার্যকর্তাদের মোটর সাইকেল এবং মন্ডল সভাপতি নির্মল দেববর্মার গাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে৷ তবে পুলিশ দ্রুত ছুটে এল হামলাকারীরা পালিয়ে যায় এবং পার্টির কার্যকর্তারা সকলেই অক্ষত অবস্থায় বেঁচে যান৷
রাতেই খবর আগরতলা এসে পৌছায়৷ পার্টির রাজ্য সভাপতি ডা. মানিক সাহা দ্রুত বিষয়টি নিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন৷ শইনবার সকাল তিনি আক্রান্ত ২৬নং বুথের সভাপতি বুদ্ধিরাম দেববর্মার বাড়িতে ছুটে যান এবং সরজমিনে সব ক্ষতিয়ে দেখেন৷
পার্টির সভাপতি ডা. মানিক সাহার সঙ্গে প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, বিধায়ক রামপদ জমাতিয়া এবং বীরেন্দ্র কিশোর দেববর্মাও আক্রান্তের বাড়ি পরিদর্শন করেন৷ পার্টির কার্যকর্তাদের সঙ্গে আলাপ আলোচনার পর পার্টির রাজ্য নেতৃত্ব টাকারজলা থানায় গিয়ে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেওয়ার দাবী জানায়৷
2020-06-28

