নয়াদিল্লি, ২৭ জুন (হি. স.): ভারত ও চিনের মধ্যে চলতে থাকা সীমান্ত বিবাদ নিয়ে ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করে চলেছে কংগ্রেস। সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ভারতের কোনও জমি দখল করে নেয়নি চিন। এমনকি কোন সেনা ছাউনি ও চিনের কাছে হাতছাড়া হয়নি।প্রধানমন্ত্রীর এমন মন্তব্য অসত্য বলে দাবি করেছে দেশের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস।তাদের দাবির সত্যকে আড়াল করার জন্যই এই কথা বলেছেন তিনি। প্রসঙ্গটি যখন দেশের নিরাপত্তাকে নিয়ে তখন সত্যি কথাটা বলা উচিত প্রধানমন্ত্রীর।
শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল জানিয়েছেন, যুদ্ধ না করে বিপক্ষের জমি দখল করার নীতি নিয়ে এগিয়ে চলেছে চিন। বিপক্ষের দূর্বলতার ফায়দা তুলে আগ্রাসনকে রক্ষণাত্মক বলে অভিহিত করছে লালফৌজ। চিন প্রথমে গালওয়ান উপত্যকায় ভারতীয় সীমান্তে হামলা চালায় আর এখন ভারত হামলা চালিয়েছে বলে দাবি করছে চিন। ভারতীয় ভূখণ্ডে কোনও চিনা অনুপ্রবেশ হয়নি এমন কথা বলে আদতে লালফৌজের হাত শক্ত করেছেন প্রধানমন্ত্রী। সেদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর এই বিবৃতির পরেই চিন বলছে তারা কোনও হামলা করেনি।আত্মরক্ষার জন্যই তারা হাতাহাতি করেছে।