জোড়া স্বস্তি, বুধবার একজনও মিলেনি করোনা আক্রান্ত নয়া সুস্থ ৯৭ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ বুধবার ত্রিপুরাবাসীর জন্য জোড়া স্বস্তির খবর মিলেছে৷ একদিকে ৯৭ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ অন্যদিকে, ১,২৪০টি নমুনা পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন৷


আজ রাতে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন জেলায় কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ৯৭ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই সাফল্য মিলেছে৷ তিনি বাকি করোনা আক্রান্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷


রাতেই পুনরায় তিনি টুইট বার্তায় জানান, আজ ১,২৪০টি নমুনা পরীক্ষায় কারোর দেহে করোনা-র সংক্রমণ মিলেনি৷ তাঁর দাবি, ত্রিপুরাবাসীকে সুরক্ষিত রাখার জন্য রাজ্যে সর্বাধিক কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে৷
নতুন করে আজ করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি৷ ফলে ত্রিপুরায় এখন পর্যন্ত ১,২৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৮৭৯ জন সুস্থ হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *