নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.): পূর্ব লাদাখে চিন লাগোয়া মূল নিয়ন্ত্রণরেখায় সেনাবাহিনীর প্রস্তুতি বুধবার পর্যবেক্ষণ করলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে। এতদিন পর্যন্ত চিনের সঙ্গে কমান্ডার স্তরে আলোচনায় যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও খতিয়ে দেখেন তিনি। সীমান্তে মোতায়েন থাকা সেনা জওয়ানদের উৎসাহ দিয়েছেন তিনি। যে কোনও পরিস্থিতিতে ভারতীয় সেনা যে পিছু হটবে না তাও স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান।
দুই দিনের সফরে লাদাখে এসেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে। এদিন পূর্ব লাদাখের ফরওয়ার্ড এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান। সেখানে মোতায়েন থাকা জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং বাস্তব পরিস্থিতির জানার চেষ্টা করেন।পাশাপাশি জওয়ানদের মনবল বৃদ্ধি করেন তিনি।সেনাপ্রধানের সঙ্গে ছিলেন নর্দান কমান্ডের কমান্ডার লেফটেনেন্ট জেনারেল কেকে যোশী। চিনা আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করার জন্য ওখানে থাকার সেনা জওয়ানদের হাতে প্রশংসাপত্র তুলে দেন সেনাপ্রধান। লাদাখের সাংসদ জামিয়াং সেরিং নামগয়ালের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান।
চিনা আগ্রাসনে গুরুতর জখম ভারতীয় জওয়ানদের দেখতে এদিন লেহ একটি হাসপাতালে যান সেনাপ্রধান।আহত জওয়ানদের সঙ্গে কথা বলে ১৫ জুন, সোমবার রাতে কি ঘটেছিল তা জানার চেষ্টা করেন।চিনের সঙ্গে একাধিক বৈঠকে বসা সেনার ১৪ কোরের কমান্ডার লেফটেনেন্ট জেনারেল হরিন্দ্রে সিংয়ের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। চিন কি চাইছে সে বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। চিনের সঙ্গে হওয়া ২২ জুন বৈঠক প্রায় ১১ ঘন্টা চলে। দুইদেশের সেনাই বৈঠকের পরে মূল নিয়ন্ত্রণরেখা থেকে সরে যেতে সহমত হন। পাশাপাশি গালওয়ানের মত উত্তেজক পরিস্থিতি যাতে আগামীদিনের আর তৈরি না হয়। সে বিষয়ে চিনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।