নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২১ জুন৷৷ সরকারী কর্মচারী হয়েও বিনামূল্যে রেশন সামগ্রী পেলো জোলাইবাড়ীর একজন ব্যক্তি৷ ঘটনার বিবরনে জানাযায় দক্ষিন জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের সাগরডেপা এলাকার বাসিন্দা দেবপ্রসাদ বিশ্বাস৷ পেশায় তিনি একজন শিক্ষক৷ বাইখোরা বিদ্যালয়ে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন৷
অভিযোগ রেগুলার পোস্টে সরকারী চাকুরি করা সত্ত্বেও তিনি লকডাউন চলাকালিন সময়ে সরকারী সুবিধা হিসাবে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন৷ তিনি এ পি এল কার্ডের অন্তভূক্ত৷ দেব প্রসাদ বিশ্বাসের রেশসামগ্রী পাওয়ার বিষয়ে জোলাইবাড়ী ২ নং রেশনসোপে জানতে চাইলে সেখান কর্মরত রেশন ডিলার ঘটনার সত্যতা স্বীকার করেন৷ তিনি জানান দেবপ্রসাদ বিশ্বাস একজন শিক্ষক৷ প্রসাশনিকভাবে লিষ্ট আসার কারনে বাধ্যতামূলক তাকে বিনামূল্যে চাল দিয়েছে রেশন ডিলার৷
শান্তিরবাজার মহকুমা প্রসাশনের খাদ্য দপ্তরের গাফিলতির কারনেই যে একজন সরকারী শিক্ষক লকডাউনের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী ভোগ করেছে তা বলাই বাহুল্য৷ এতে করে প্রকৃতভাবে যারা রেশন সামগ্রী পাওয়ার কথা তারা বঞ্চিত রয়ে গেছে৷ সরকারী সুযোগ সুবিধাগুলি ভোগ করছে বৃত্তশালী লোকজনেরা৷ যার প্রমান সরকারী বিদ্যালয়ের শিক্ষক বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার ঘটনা৷ এখন দেখার বিষয় শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক আদৌ কোন ব্যবস্থা গ্রহণ করেন কিনা৷

