নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ জুন৷৷ ভোর রাতে তেলিয়ামুড়া থানার সামনে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা সহ তিন জনকে আটক করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে তেলিয়ামুড়ার ট্রাফিক ডিএসপি সনাতন জমাতিয়া সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গত রাতে তেলিয়ামুড়া থানার সামনে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উৎপেতে বসে থাকেন৷
ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়ার কাছে গোপন সূত্রে খবর ছিল একটি লরিতে করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে৷ সেই খবরের ভিত্তিতেই ট্রাফিক ডিএসপি তেলিয়ামুড়া থানার সামনে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে বিশাল পুলিশবাহিনীকে নিয়ে বসে থাকেন৷ ভোররাত সাড়ে তিনটা নাগাদ লরিটি তেলিয়ামুড়া থানার সামনে আসলে আটক করা হয়৷ লরিতে তল্লাশি চালিয়ে ১৮ প্যাকেট অর্থাৎ মোট ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ এই গাঁজা পাচারের ঘটনায় তিনজনকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ জানা গেছে গাড়িটি জিরানিয়া থেকে শুকনো গাজা বুঝাই করে বিহারের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি লরিটি আটক করতে সক্ষম হয়েছেন৷ গাঁজা বোঝাই লরি আটকের সংবাদ পেয়ে তেলিয়ামুড়ার এসডিপিও বি জগদীশ্বর রেড্ডি ঘটনাস্থলে ছুটে আসেন৷
এসডিপিও জানান এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় সুনিদৃষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা পাচার চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে৷ উল্লেখ্য লকডাউন চলাকালেও গাজা পাচারকারীরা নানা কৌশলে তাদের পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে৷ গত ভোররাতে তেলিয়ামুড়া থানার সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে লড়ি আটক করে গাজা উদ্ধারের ঘটনা তারই প্রমাণ বহন করে চলেছে৷ তেলিয়ামুড়া এসডিপিও জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ রাজ্য সরকার যখন রাজ্যকে নেশা মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে তখনও গাজা পাচারকারী সহ অন্যান্য নেশা পাচারকারীরা নানা কৌশলে তাদের নেশা পাচার বাণিজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে৷
রাজ্য প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে পাচারকারীরা তাদের অপকর্ম অব্যাহত রেখেছে৷ এর ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত রাজ্য গঠনের যে স্বপ্ণ দেখছেন তা কতখানি সফল হবে তা নিয়ে নানা মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসনের কঠোর মনোভাব সত্ত্বেও রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষীরা তাদের গাঁজা চাষ অব্যাহত রেখেছে বলে খবর মিলেছে৷

