BRAKING NEWS

গ্রেফতার ২৬/১১ মুম্বই হানার মূলচক্রী তাহাউর হুসেন রানা

লস অ্যাঞ্জেলস, ২০ জুন (হি. স.): গ্রেফতার ২৬/১১ মুম্বই হানার মূলচক্রী তাহাউর হুসেন রানা । তাকে গ্রেফতার করল মার্কিন পুলিশ। অন্য একটি মামলায় সে জেলই ছিল। এবার জেল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁকে ফের গ্রেফতার করা হয়েছে মুম্বই হামলার ঘটনায়।

২০০৮ সালের ২৬ নভেম্বর বাণিজ্যনগরী মুম্বই ভয়ানক সন্ত্রাসবাদী হানায় কেঁপে উঠেছিল। ওই হামলার অন্যতম চক্রান্তকারী ডেভিড কোলম্যান হেডলির ডান হাত এই তাহাউর রানা। পাকিস্তানি বংশভূত তাহাউর রানা বর্তমানে কানাডার নাগরিক। সূত্রের খবর, একটি খুনের মামলায় লস অ্যাঞ্জেলেসের একটি জেলে ১৪ বছরের সাজা খাটছিল সে। ২০২১ সালের ডিসেম্বর মাসে তার জেল থেকে মুক্তি পাওয়া কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জন্যই তাঁকে ছাড়া হয় অন্যান্য আসামীদের সঙ্গেই। জানা গেছে, ১০ জুন ফের গ্রেফতার করা হয় তাহাউরকে।

লস অ্যাঞ্জেলসের ডিস্ট্রিক্ট জাজকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অনেকদিন ধরেই তাহাউরকে নিজেদের হেফাজতে চাইছে ভারত। ১১ বছর পর এটি ইতিবাচক পদক্ষেপ। এবার প্রত্যর্পণের শুনানি চালু হবে। বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এখন চেষ্টা চলছে আইনি প্রক্রিয়া মিটিয়ে তাহাউর হুসেন রানাকে ভারতে ফিরিয়ে আনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *