নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী সংগঠনের নেত্রী ডালিয়া দাস৷ তিনি অভিযোগ করেছেন রানীর বাজারের চরণ সাহা নামে চাকরিচ্যুত এক শিক্ষকের বাড়িতে রাতে ঢুকে হামলা চালানো হয়েছে৷৷ একই ধরনের ঘটনা ঘটেছে ভাস্কর দেব নামে আরো এক চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে৷ তিনি বাড়িতে ছিলেন না৷ ৮০/৯০ টি বাইক নিয়ে বাইক বাহিনী তার বাড়িতে চড়াও হয়৷
তাকে না পেয়ে তার বাবাকে বলে এসেছে কোন ধরনের আন্দোলনে সামিল হওয়া যাবে না৷ আন্দোলনে সামিল হলে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এ ধরনের হামলা হানাদারির ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ উদ্ভূত পরিস্থিতিতে চাকরিচ্যুত শিক্ষকদের নিরাপত্তা এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ এ ধরনের দমন-পীড়ন নীতির মাধ্যমে চাকরিচ্যুত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন স্তব্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

