নয়াদিল্লি, ১৭ জুন (হি. স.) : পূর্ব লাদাখের মূল নিয়ন্ত্রণরেখায় সোমবার রাতে ভারত ও চীনা সেনাদের মধ্যে হাতাহাতি জেরে পরিস্থিতি এখন উত্তপ্ত। গালওয়ান উপত্যকায় চিনা সেনার অতর্কিত আক্রমণের ফলে টহলরত ভারতীয় সেনার কর্নেল সহ ২০ জন জওয়ান শহীদ হন। পাল্টা প্রত্যাঘাতে নিকেশ ৪৩ চীনা জওয়ান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বুধবার সকাল থেকে শ্রীনগর – লেহ জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।পাশাপাশি করনাহ, কুপওয়ারা, কার্গিল, করনাহতে সেনা ঘাঁটিগুলিতে চরম সর্তকতা জারি করা হয়েছে। এদিন শ্রীনগর – লেহ জাতীয় সড়কের গগনগির চেকপোস্ট থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এমনকি সেখানে সংবাদমাধ্যমের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূল নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলিতে সেনা সমাবেশ জোরদার করা হয়েছে। লাদাখ অঞ্চলে সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনীকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে সোমবার রাতের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনার চরম পর্যায়ে উঠে গিয়েছে। কুড়িজন জওয়ানের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।