নয়াদিল্লি, ৮ জুন (হি. স.): পেট্রোল – ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। দেশের সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের মধ্যে দারিদ্রতা খুঁজে পাচ্ছে না কেন্দ্র। শুধু তেল কোম্পানির চাহিদা পূরণ করে চলেছে কেন্দ্র। সরকারকে এটা বুঝতে হবে যে করোনা এবং লকডাউনের জেরে শুধুমাত্র তেল কোম্পানিগুলি নয় সাধারন মানুষও বিপর্যস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
চিদম্বরম নিজের টুইট বার্তায় লিখেছেন, পেট্রোল-ডিজেলের দাম বিগত দুই দিনে দুইবার করে বেড়েছে। সম্প্রতি দুই সপ্তাহ আগেই কর বৃদ্ধি করা হয়েছে। সরকার এবং তেল কোম্পানিগুলি গরিব হয়ে পড়েছে। এই মনোবৃত্তি থেকেই এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।এদের কাছে শ্রমজীবী এবং সাধারণ মানুষ গরীব নয়। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ জারি রেখে চিদম্বরম লিখেছেন, কোষাগার ভর্তি করার জন্য মানুষের ওপর কর চাপানো হচ্ছে।কেন্দ্রের বন্ধু কোম্পানিগুলিকে লাভবান করানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার সাধারণ মানুষের কথা কবে ভাববে। আর্থিক বিপর্যয় জেরবার সাধারণ মানুষও।