শ্রীনগর, ৮ জুন (হি.স.) : জম্মু-কাশ্মীরের জঙ্গি দমন অব্যাহত । চলতি বছরে ৮৮ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। সোমবার এই কথা জানালেন জম্মু-কাশ্মীরের পুলিশের ডিজিপি দিলবাগ সিং। পাশাপাশি ২৪০জন হিজবুলের কর্মীকে গ্রেফতার করা হয়েছে । এরা সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করত ।
জঙ্গি দমনে গত ২৪ ঘটনায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে । গত ২৪ ঘণ্টায় হিজবুলের নয় জন সন্ত্রাসবাদীও মারা গিয়েছে বলে সোমবার জানালেন জম্মু-কাশ্মীরের পুলিশের ডিজিপি দিলবাগ সিং। চলতি বছর সব মিলিয়ে ৮৮ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। তিনি বলেন, গত দুই মাসেই নয়টি অপারেশনে ২২ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে ।
তিনি বলেন যে এরা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দক্ষিণভাগে দীর্ঘদিন ধরে মানুষের ওপর অত্যাচার করে এসেছে। এদের মৃত্যুতে মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। হিজবুলের ছয়জন কম্যান্ডারকেও নিরাপত্তা বাহিনী হত্যা করছে। শুধু দক্ষিণ কাশ্মীরেই ১৮জন সন্ত্রাসবাদী মারা গিয়েছে বলে জানান ডিজিপি। গত ২৪ ঘণ্টায় হিজবুলের মেরুদণ্ড ভেঙে গিয়েছে নয়জন সন্ত্রাসবাদীর মৃত্যুর সঙ্গে, জানান পুলিশের বড়কর্তা। ২৪০জন হিজবুলের কর্মী যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করত, তাদেরও গ্রেফতার করা গয়েছে।
তিনি বলেন পাক সেনা এখনও জম্মু-কাশ্মীরে সন্ত্রাসে মদত দিয়ে চলেছে। কীভাবে পাকিস্তান যুদ্ধবিরতি লংঘন করে সন্ত্রাসবাদী বর্ডারের এপারে পাঠাচ্ছে, সেই তথ্যও তুলে ধরেন তিনি। বর্তমানে জম্মু-কাশ্মীরে ২৩০ জন জঙ্গি উপস্থিত, পুলিশের হিসাব অনুযায়ী। তবে সীমান্তের ওপারে প্রায় ১৫০ জঙ্গি ভারতে ঢুকে নাশকতা করার জন্য প্রস্তুত হয়ে আছে।