BRAKING NEWS

করোনা মোকাবিলায় রাজ্যব্যাপী অর্ধ দিবস বাজার খোলা রাখার পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ করোনা মোকাবেলায় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাজারহাট অর্ধদিবস খোলা রাখার পথেই এগিয়েছে৷ আগামীকাল রাজধানীর নেতাজী চৌমুহনী এবং মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ীরা অর্ধদিবস ব্যবসা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ সেই মত সারা রাজ্যেই অর্ধদিবস ব্যবসা চালু রাখার সিদ্ধান্ত নিতে চলেছে মার্চেন্ট এসোসিয়েশন৷


রাজ্যে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে৷ কিন্তু, সরকারী নিয়ম মেনে স্বাস্থ্য বিধি পালন ও পারস্পরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে৷ এই পরিস্থিতিতে লকডাউন পুনরায় রাজ্যে কঠোর ভাবে পালনের দাবী উঠেছে৷ রাজ্য সরকারও পুনরায় লকডাউন কার্ফুর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে৷ এক্ষেত্রে ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি লকডাউন কঠোরভাবে পালনকে এড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷ ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় জানিয়েছেন, অর্ধদিবস ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বাজারহাট খোলা রাখার বিষয়ে আগামীকাল ঘোষণা দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *