মুম্বাই, ৮ জুন (হি. স.) : প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডকিন্স পুরস্কার পাচ্ছেন প্রবীণ লেখক ও গীতিকার জাভেদ আখতারের মুকুটে নতুন পালক। । তাঁর চিন্তাধারা, ধর্মীয় মতাদর্শ, মানবিক অগ্রগতি এবং মূল্যবোধের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে।
গীতিকার জানিয়েছেন, যেদিন তিনি রিচার্ড ডকিন্সের বই ‘দ্য সেলফিশ জিন’ পড়েছেন, তবে থেকে তিনি এই লেখক ও জীব বিবর্তনের বিজ্ঞানীর ভক্ত। তাই তাঁর নামাঙ্কিত পুরস্কার পেয়ে তিনি গর্বিত। তার উপর প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কারের অধিকারী হওয়াটাও তাঁর কাছে কম গর্বের নয়। তিনি আরও বলেছেন, রিচার্ড ডকিন্সের থেকে তিনি ই-মেল পান। সেখানে জানানো হয় রিচার্ড ডকিন্স ফাউন্ডেশনের তরফে তাঁকে এ বছর পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। প্রতি বছর, এই পুরষ্কার বিজ্ঞান, স্কলারশিপ, শিক্ষা বা বিনোদন জগতের একজন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হয়। যিনি প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতা এবং যৌক্তিকতার মূল্যবোধকে সমর্থন করেন, পাশাপাশি বৈজ্ঞানিক সত্যকেও স্বীকার করেন, তেমন ব্যক্তিদের মধ্যে থেকেই পুরস্কার প্রাপকের নাম বেছে নেয় রিচার্ড ডকিন্স ফাউন্ডেশন। এ বছর তারা জাভেদ আখতারকে বেছে নিয়েছে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রিকি গ্রেভিস।