ইমফল, ২ জুন (হি.স.) : মণিপুরের এক প্ৰতিষ্ঠানিক একান্তবাসে (কোয়ারেন্টাইন সেন্টার) সুস্থ ফুটফুটে এক পুত্ৰসন্তানের জন্ম দিলেন গোয়া-ফেরত ২৭ বছরের মহিলা অঞ্জলি হামাংতে। নবজাতকের বাবা ও মা তার নাম রেখেছেন এমানুয়েল কোয়ারেন্টিনো।
গত ২৭ মে শ্রমিক স্পেশাল ট্রেনে জিরিবাম হয়ে অঞ্জলি হামাংতে এবং তাঁর স্বামী মণিপুরে কাংপকপি জেলার হাইপিতে তাঁদের বাড়ি আসেন। এখানে আসার পর দম্পতিকে হাইপিতে অবস্থিতি এমানুয়েল স্কুলে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। কোয়ারেন্টাইনের বিশেষ সেলে অঞ্জলি হামাংতেকে রেখে প্রয়োজনীয় পরিচর্যা ও চিকিৎসা প্রদান করেন ডাক্তাররা। এখানেই গত ৩১ মে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন অঞ্জলি।
মঙ্গলবার কাংপকপি জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট (ইনচাৰ্জ) ডা. পাওতিনলাল হাওকিপ এই খবর দিয়ে জানান, কিছুদিন আগে অঞ্জলির বাবার মৃত্যু হয়েছিল। বাবার মৃত্যুসংবাদ পেয়ে তিনি তাঁর স্বামীকে নিয়ে এখানে আসেন। বাবার শেষকৃত্য সম্পন্নের পর তাঁকে কোয়ারেন্টাইনে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, প্রসূতি মায়ের সোয়াব পরীক্ষার জন্য ইমফলের দ্যা জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস)-এর ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এখনও আসেনি। সোয়াব সংগ্রহ করার পর ওই দিন সকাল ৭ টা নাগাদ মহিলার প্ৰসবযন্ত্ৰণা শুরু হয়। তার পর ডা. থাংবই এবং ডা. ফিলহিঙের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম প্ৰয়োজনীয় সমস্ত পিপিই কিট পরে অপারেশনে নামেন। পরবর্তীতে ৯ টা ৪৫ মিনিটে তিনি একটি পুত্ৰসন্তানের জন্ম দেন।
ডা. পাওতিনলাল হাওকিপ জানান, নবজাতকের ওজন ৩.২ কেজি। মা ও ছেলে দুজনেই সুস্থ। তিনি আরও জানান, জেলার কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে আরও বেশ কয়েকজন অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন। তাঁদেরও নজরে রেখে স্বাস্থ্য পরিষেবার আওতায় রাখা হয়েছে।