নয়াদিল্লি, ১ জুন (হি.স.) : করোনা জেরে ভেঙে পড়া আর্থ-সামাজিক অবস্থা সামলাতে ঘোষণা করা ২০ হাজার কোটি টাকার ত্রাণ প্যাকেজের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ দ্বিতীয় দফায় প্রথম বর্ষপূর্তির পর সোমবার প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়।ওই বৈঠকের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান ক্ষুদ্র, ছোটো এবং মাঝারি শিল্পক্ষেত্রে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ।
এদিন দুপুরে মন্ত্রিসভার নিরাপত্তাও অর্থনৈতিক বিষয়ক কমিটিকে নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিকেলে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, নিতিন গডকরী ও নরেন্দ্র তোমর। সেখানেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ প্যাকেজ অনুমোদনের বিষয়টি জানানো হয়৷
মন্ত্রিসভার ২০ হাজার কোটি টাকার এই প্যাকেজ অনুমোদনের ফলে দু’ লক্ষ এমএসএমই ইউনিট উপকৃত হবে বলে জানানান কেন্দ্রীয় মন্ত্রী৷ এছাড়াও রাস্তার বিক্রেতাদের জন্য সরকার ৫০,০০০ কোটি টাকার প্যাকেজও অনুমোদন করেছে বলে জানিয়েছেন জাভেড়েকর। এই প্যাকেজের আওতায় হকার, মোচড় এবং সেলুন-সহ রাস্তার বিক্রেতারা ১০ হাজার টাকার ঋণ পেতে পারে বলেও জানান তিনি৷ এই প্রকল্প থেকে কমপক্ষে ৫০ লক্ষ বিক্রেতারা উপকৃত হবেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি কৃষিক্ষেত্রেও প্যাকেজের কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী৷

