জলে ডুবে গাড়ি চালকের মৃত্যু উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ মে৷৷ গতকাল থেকে নিখোঁজ লক্ষণ দাসের (৩৬) মৃত দেহ আজ নিজ ঘর সংলগ্ণ পুকুরের জলে পাওয়া যায়৷ ঘটনা উদয়পুর উত্তর মহারানী গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে৷ গতকাল লক্ষণ দাস দুপুরে একটি বক ধরেন৷

তারপর উনার ঘরের পেছনেই বড় দিঘি নামে একটা দিঘিতে( ঝুপ ঝাড় সম্বলিত) পড়ে যান৷ উনি পেশায় গাড়ি চালক ছিলেন৷ খুব সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন৷ ওনার একটি ছোট ছেলে আছে৷ আজ সকালে পরিবারের লোকজন ও এলাকাবাসী ওনার দেহ জলে ভাসতে দেখে মহারানি আউট পোষ্টে খবর দিলে পুলিশ জল থেকে লক্ষণ দাসের মৃত্যু দেহ উদ্ধার করেন৷ এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন৷