বণিক্য চৌমুহনীতে এক রাতে চারটি দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ লকডাউন চলাকালে চোরের দৌরাত্ব ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বোধজং নগর থানা এলাকার বণিক্য চৌমুহনী বাজারে শুক্রবার রাতে পরপর চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ এরমধ্যে রয়েছে একটি জুয়েল এর দোকান এবং একটি মোবাইল ফোনের দোকান৷


একই রাতে পরপর চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ সবমিলিয়ে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা৷ এব্যাপারে স্থানীয় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করার কোনো খবর নেই৷ বণিক্য চৌমুহনী বাজার সহ পার্শবর্তী এলাকাগুলোতে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য স্থানীয় জনগণ জোরালো দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *