চলতি সপ্তাহে অসম সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

শিলচর (অসম), ২৬ মে (হি.স.) : চলতি সপ্তাহে গোটা অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া দফতর। বিগত তিনদিনের মতো আজ ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত গোটা উত্তর-পূর্বাঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। হবে বৃষ্টিপাত সঙ্গে ঘূর্ণিঝড় এবং বজ্রপাতও। 

এর প্রভাব পড়বে দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিন জেলা সহ সংলগ্ন ডিমা হাসাও জেলাও। ইতিমধ্যে প্রচণ্ড বৃষ্টিপাতের দরুন অসমের চার জেলা বন্যার কবলে পড়েছে। ত্রাণ ও উদ্ধারে নিয়োজিত হতে সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল বিভাগ প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সর্বাধিক তাপমাত্রা ৩০.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.০ ডিগ্রি সেলসিয়াস থাকবে এই কয়দিন। প্রত্যাশিত সকাল এবং সন্ধ্যায় আপেক্ষিক আর্দ্রতা থাকবে যথাক্রমে ৯২-৯৭ শতাংশ এবং ৫৪-৮৫ শতাংশ হবে। ডিমা হাসাও জেলা সহ বরাক উপত্যকার তিন জেলায় বেশিরভাগ অঞ্চলে দক্ষিণ-ইস্টারলি বায়ু ৫ থেকে ১০ কিলোমিটার ঘণ্টা গতিবেগে প্রবাহিত হবে। তবে রাজ্যের কোনও কোনও প্রান্তে ঝড়ের গতিবেগ সৰ্বাধিক ৩০ থেকে ৪০ কিলোমিটারও হতে পারে সতর্ক করে দেওয়া হয়েছে। 

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হবে বজ্রপাতও। সে অনুযায়ী গত দুদিন ধরে নিম্ন অসমের ধুবড়ি, দক্ষিণ শালমারা মানকাচর এবং গোয়ালপাড়া জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রচণ্ড গতিতে ঘূর্ণিঝড় সংগঠিত হচ্ছে। অসংখ্যা বাড়িঘর, গাছগাছালি ভূপতিত করেছে ঘূর্ণিঝড়। 

এছাড়া ওই সব জেলা ছাড়াও তুলনামূলক কিছু কম প্ৰভাব পড়বে কামরূপ মহানগর (গুয়াহাটি), কামরূপ গ্রামীণ, কোকরাঝাড়, বঙাইগাঁও, বরপেটা, বাকসা, চিরাং, নলবাড়ি, দরং, ওদালগুড়ি, শোণিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি জেলায়। তবে এই সকল জেলায় ধারা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। দুর্যোগের কবলে পড়বে উজান অসমের মাজুলি, যোরহাট, শিবসাগর, চড়াইদেও, ডিব্ৰুগড় এবং তিনসুকিয়াও।