অন্তর্দেশীয় বিমান পরিষেবার সূচনা, কোভিড-১৯ সতর্কতা নিয়ে কড়াকড়ি

নয়াদিল্লি২৫ মে (হি.স.): প্রায় দুমাস বন্ধ থাকার পরসোমবার থেকে চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনও চলছে। শুরু হয়েছে আন্তঃরাজ্য বাস চলাচলও। এবার শুরু হল অন্তর্দেশীয় বিমান পরিষেবা। প্রায় দুমাস পর স্বস্তি পেলেন আকাশপথে সফর করা ভারতীয়রা। তবেমানতে হয়েছে বহু নিয়ম। যাত্রীদের থার্মাল স্ক্রিনিংও করা হয়েছে। কোভিড-১৯ সতর্কতা নিয়ে ব্যাপক কড়াকড়ি করা হয়েছে।

কর্ণাটক : সোমবার সকাল নটা পর্যন্ত বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় ৫টি বিমানপ্রস্থান করে ১৭টি বিমান এবং ৯টি বিমান বাতিল করা হয়। 

ওডিশা : ওডিশাতেও সোমবার থেকে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। সকালেই বিজু পটনায়েক বিমানবন্দর থেকে ডি-বোর্ড করে দিল্লি-ভুবনেশ্বর বিমান।  সরকারি নির্দেশিকা মতো কোভিড-১৯-এর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়াও দিল্লিজম্মুগুজরাটতামিলনাড়ুদেশের বিভিন্ন রাজ্যে এদিন থেকে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। দিল্লি থেকে এদিন সকালেই ৪০ জন যাত্রীকে জম্মুতে উড়ে এসে এয়ার ইন্ডিয়ার বিমান।