মুম্বই, ২১ মে (হি. স.) : মুম্বাই-তে হটাত্ ট্রেন বাতিল হয়ে যাওয়ায় পরিযায়ী শ্রমিকরা ক্ষোভে ফেঁটে পড়েন। ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিকরা হৈ হট্টগোল শুরু করলে পুলিশ তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ফলে, লকডাউন-এ অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ভারতীয় রেলওয়ে এবং মহারাষ্ট্র সরকারের সমন্বয়ের অভাবে বৃহস্পতিবার কান্দিভালি ও পালঘরে পরিযায়ী শ্রমিকদের বিশাল ভিড় জড়ো হয়েছিল। তবে পুলিশ তাদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ফলে, ওই দুটি স্থানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বিশেষ শ্রমিক ট্রেন বোরিভালী স্টেশন থেকে জৌনপুর যাওয়ার সূচি ছিল। কিন্তু, ওই ট্রেনটি হঠাত্ বাতিল হয়ে যায়। মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে পরিযায়ী শ্রমিকরা কান্দিভালির মহাবীর নগর মাঠে গিয়ে জড়ো হন। ট্রেন বাতিলের খবরে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে হৈ হট্টগোল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন সুরক্ষা কর্মীরা পরিযায়ী শ্রমিকদের বুঝিয়ে তাদের বাড়িতে ফেরত পাঠিয়েছেন।
একইভাবে, বৃহস্পতিবার ৩টি শ্রমিক বিশেষ ট্রেন পালঘর স্টেশন থেকে উত্তর প্রদেশ এবং বিহারে যাওয়ার সূচি ছিল। কিন্তু দুটি ট্রেন হঠাত্ বাতিল হয়ে যায় এবং একটি ট্রেন এখনও পালঘর স্টেশনে পৌছায়নি। পরিযায়ী শ্রমিকরা তিনটি ট্রেনের জন্য পালঘরের আর্য ময়দানে এসে পৌছালে সেখানে প্রচুর ভিড় জড়ো হয়ে যায়। হঠাত্ ট্রেন বাতিলের খবরে পরিযায়ী শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে সেখানেও পুলিশ পরিযায়ী শ্রমিকদের বোঝাতে এবং তাদের বাড়িতে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।
পশ্চিম রেলওয়ের জনৈক মুখপাত্র বলেন, মহারাষ্ট্র সরকার যাত্রী নিশ্চিত করে যে তালিকা পাঠাচ্ছে সে অনুসারে বিশেষ শ্রম ট্রেন চালানো হচ্ছে। রেলের টিকিট কাউন্টারে কোনও টিকিট দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে যাদের টোকেন দেওয়া হচ্ছে ওই যাত্রীরাই বিশেষ শ্রম ট্রেনগুলিতে যাতায়াত করার অনুমতি পাচ্ছেন।

