মহারানীপুরে আগুনে পুড়ল তিনটি বসত ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ তেলিয়ামুড়ার মহারানীপুরে অল্পেতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিনটি ঘর৷


সংবাদ সূত্রে জানা যায় মহারানী পুরের গোপাল দাসের বাড়িতে বৃহস্পতিবার রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷ পরিবারের লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী আসার আগে স্থানীয় লোকজনরা গ্যাস সিলিন্ডার থেকে আগুন নেভানোর চেষ্টা চালান৷ যথারীতি তারা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন৷

ফলে ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে গোপাল দাসের বাড়ি সহ পার্শবর্তী ঘনবসতি এলাকা৷ স্থানীয় জনগণের বুদ্ধিমত্তার ফলেই এ ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা মিলেছে বলে জানা গেছে৷