কলকাতা,২১ মে ( হি স): আমফান-র প্রভাব সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিপূর্বে তিনি আশ্বাস দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ-কে সমস্তভাবে সহায়তা করবেন। তারই ফলশ্রুতি-তে আগামীকাল রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে সাথে নিয়ে আকাশপথে ক্ষয়ক্ষতির পর্যবেক্ষন করবেন তিনি।
প্রসঙ্গত, আমফানের দাপটে লন্ডভন্ড কলকাতা। ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বহু জায়গা। ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পরেছে গাছ, বিদ্যুতের খুঁটি। তাই, আমফানের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্থ এলাকা আকাশ পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শন করবেন তিনি।
সূত্রের খবর, আগামীকাল শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি । বসিরহাটে একত্রে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠক হবে বলে খবর ।