গুয়াহাটির সরুসজাই কোয়ারেন্টাইন সেন্টার থেকে ফেরার তিন করোনা

গুয়াহাটি, ২০ মে (হি.স.) : গুয়াহাটি মহানগরের সরুসজাই স্টেডিয়ামে তৈরি কোয়ারেন্টাইন সেন্টার থেকে তিন করোনা আক্ৰান্ত পালিয়ে গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। নলবাড়ি এবং হোজাই পুলিশের তৎপরতায় পলাতক হামিদুল আহমেদ, সাজাহল আলি এবং হোজাইয়ের সাইদুল আলম নামের করোনা ভাইরাসে আক্ৰান্ত তিন রোগীকে আটক করা হয়েছে। এই দুষ্কর্মের দায়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। তিন পলাতককে তৎপরতার সঙ্গে পাকড়াও করার জন্য স্বাস্থ্যমন্ত্ৰী নলবাড়ি এবং হোজাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্ত্ৰী ড. শৰ্মা তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, ‘নলবাড়ির হামিদুল আহমেদ এবং সাজাহল আলি, হোজাই থেকে মহম্মদ সাইদুল আলম নামের তিন কোভিড-আক্ৰান্ত রোগী সরুসজাই কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আমরা অশান্তিতে ছিলাম। পলাতকদের দ্ৰুত পাকড়াও করার জন্য নলবাড়ি এবং হোজাই পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।’  জানা গেছে, পলাতকদের ঘরে গিয়ে পুলিশ তাদের আটক করেছে।    

এদিকে এভাবে সামাজিক দায়িত্ব এড়িয়ে পলাতকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে রাজ্যের সচেতন নাগরিক সমাজ। উল্লেখ্য, অসমে মোট করোনা আক্ৰান্তের সংখ্যা ১৭০ জন। মঙ্গলবার রাজ্যে এক ধাক্কায় ৪২ এবং আজ বুধবার সন্ধ্যায় আরও ১৩ জনের শরীরে করোনার সংক্ৰমণ ধরা পড়েছে।