পঞ্চায়েত প্রধানের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ মে৷৷ শান্তিরবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ণ এলাকায় জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত নকুল বিশ্বাস গার্দাং পঞ্চায়েতের প্রধান ছিলেন৷ তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷


পুলিশ জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত শান্তিকলোনির বাসিন্দা নকুল বিশ্বাস (৬৫) গতকাল থেকে নিখোঁজ ছিলেন৷ তাঁর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার ঘটনাটি শান্তিরবাজার থানায় জানানো হয়েছিল৷ রাতে অনেক খোঁজাখুজি হলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি৷ অবশেষে আজ সকালে রেলস্টেশন সংলগ্ণ এলাকায় রেলসেতুর নীচে জলাশয়ে নকুল বিশ্বাসের মৃতদেহ ভেসে থাকতে দেখেন এলাকাবাসী৷ ঘটনাটি সঙ্গে সঙ্গে শান্তিরবাজার থানায় জানানো হয়৷ খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে গেছে৷

প্রয়াত নকুল বিশ্বাস গার্দাং পঞ্চায়েতের প্রধান ছিলেন৷ তাঁর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে৷ নকুল বিশ্বাসের আকস্মিক প্রয়াণে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ তাঁর মৃত্যু আত্মহত্যা, নাকি খুন, তা নিয়ে পুলিশ ধন্দে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *